Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ কমিটি গঠন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষ ■ কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের জন্য দুঃসংবাদ ■ কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় ■ আবারও বাড়লো স্বর্ণের দাম ■ বিচার বিভাগ সংস্কার বিষয়ে মতামত নিতে ওয়েবসাইট চালু ■ নির্বাচন যত দেরিতে হবে, ততই ষড়যন্ত্র বাড়বে ■ ভাঙা হতে পারে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে যা বললেন পার্বত্য উপদেষ্টা
Published : Sunday, 10 November, 2024 at 5:18 PM

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

যুক্তরাষ্ট্রে ক্ষমতায় কে এলো, কে এলো না সেটা বড় বিষয় নয়, আমাদের সম্পর্কটা ঠিক রাখাটাই জরুরি বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

রোববার (১০ নভেম্বর) দুপুরে রাঙামাটির জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ উন্নয়নে স্টোক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

পার্বত্য উপদেষ্টা বলেন, ‌যুক্তরাষ্ট্রে ক্ষমতায় কে এলো, কে এলো না সেটা বড় বিষয় নয়, আমাদের সম্পর্কটা ঠিক রাখাটাই জরুরি। সেভাবে আমরা নিজেরাই অগ্রসর হচ্ছি। একইভাবে আমাদের প্রতিবেশীর সঙ্গে চিন্তাভাবনা করছি কীভাবে সম্পর্কে অগ্রসর হব, সবকিছুই ঠিকমতো চলছে।

তিনি বলেন, কাপ্তাই হ্রদে পর্যটন শিল্পের প্রসার ঘটাতে হবে। সারা বছর কাপ্তাই হ্রদের পানির উৎস ধরে রাখতে বাঁশসহ পানি ধরে রাখার অন্যান্য গাছ লাগাতে হবে। হ্রদের ড্রেজিং করলে মাটিগুলো দিয়ে রাবার ড্যাম তৈরি করে মাছের উৎপাদন বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করতে হবে যদি পরিবেশের কোনো ক্ষতি না হয়।

কাপ্তাই হ্রদে শুধু মৎস্যসম্পদ উন্নয়নই নয়; হ্রদের বহুমুখী ব্যবহারের মাধ্যমে স্থানীয়দের জীবনমান কীভাবে উন্নত করা যায়, সেই বিষয়ে প্রস্তাব ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান পার্বত্য উপদেষ্টা। এ ছাড়া কাপ্তাই হ্রদ খননের যে পরিকল্পনা করা হয়েছে সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন তিনি।

পার্বত্য উপদেষ্টা বলেন, ঢাকা থেকে সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন অঞ্চলের উন্নয়ন কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করা হতো, যা মাঠ পর্যায়ে ফলপ্রসূ হতো না। আমরা এই ধারা ভাঙতে চাই। স্থানীয় পরিকল্পনাগুলো মাঠ পর্যায়ে বসেই গ্রহণ করতে চাই।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, বিএফডিসি কমান্ডার আশরাফুল ইসলাম ভূঁইয়া, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবুজ্জাহের, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তনয় ত্রিপুরাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়
নিজস্ব প্রতিবেদক
Saturday, 23 November, 2024
মাহমুদুর রহমান দেশপ্রেমের জীবন্ত প্রতীক
নিজস্ব প্রতিবেদক
Friday, 22 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up