Published : Saturday, 9 November, 2024 at 11:58 PM
চীনে নিযুক্ত ইইউ-এর দূত হোর্হে টোলেডো বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বেইজিং য়ের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চায় না। ইউরোপীয় কোম্পানিগুলোর সঙ্গে বেইজিং যেমন করছে, ইউরোপেও চীনা প্রতিষ্ঠানের সঙ্গে একইরকম আচরণ করা হবে। কিন্তু আমরা বাণিজ্য যুদ্ধ চাই না। আমরা শুধু স্বচ্ছতা চাই। আমরা চাই সব পক্ষের জন্য সমান সুযোগ।’
শনিবার (৯ নভেম্বর) এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চায়না ইউরোপ ইন্টারন্যাশনাল বিজনেস স্কুলের ৩০ তম বার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন।
ইউরোপীয় চিকিৎসা যন্ত্রাংশের জন্য চীনা বাজারে প্রবেশাধিকারের বিষয়ে উদ্বেগ বাড়ছে। বাণিজ্য যুদ্ধ এড়াতে চাইলেও গত পাঁচ বছরের আলোচনায় কোনও আশানুরূপ ফল আসেনি বলেও হতাশা প্রকাশ করেন টোলেডো।
তিনি আরও বলেছেন, ‘আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে, গত দুই দশক ধরে চীনে চিকিৎসা যন্ত্রপাতি তৈরি করা ইউরোপীয় কোম্পানিগুলো চীনা প্রতিযোগীদের তুলনায় সরকারি ক্রয়ে বৈষম্যের শিকার হচ্ছে।’