Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ এবার বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে লোকসভায় প্রস্তাব ■ দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি ■ ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়ালো ■ চিন্ময়ের জামিন শুনানি নিয়ে যা বললো ভারতীয় সংবাদমাধ্যম ■ সবার সঙ্গে বসছেন ড. ইউনূস, লক্ষ্য জাতীয় ঐক্য ■ একটি ইস্যু দিয়ে দুই দেশের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না ■ আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সেবা বন্ধ
৫৭ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের টিম গঠন
Published : Saturday, 9 November, 2024 at 8:32 PM

৫৭ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের টিম গঠন

৫৭ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের টিম গঠন

দলীয় র্কমসূচি শিক্ষার্থীদের দ্বারে দ্বারে পৌঁছাতে দেশের ৫৭ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিম গঠন করেছে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল। 

শনিবার (৯ নভেম্বর) ছাত্রদলের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশেরে স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে শৃঙ্খলা, ভাবনা, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষার্থীদের মতামত গ্রহণ, ছাত্র রাজনীতির মূল্যায়ন, প্রস্তাবনা গ্রহণ ও কমিটি গঠন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং এর আশপাশের এলাকাগুলোতে সব ধরনের হয়রানি ও নিপীড়ন বন্ধসহ, নারী শিক্ষার্থীদের জন্য উপযুক্ত রাজনৈতিক ও সামাজিক পরিবেশ  নিশ্চিতকরণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক টিম গঠন করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের পরামর্শে এই কমিটি করা হয়।
 
কমিটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু।
 
এসব কমিটি মনিটরিংয়ের দায়িত্বে রয়েছেন- বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. রিসালাত ইসলাম সজীব, সিনিয়র-যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর হোসেন,  সাংগঠনিক সম্পাদক জহরিুল হক সাইমুন।
 
বিশ্ববিদ্যালয়ের নাম ও পদবি
 
ব্র্যাক ইউনিভার্সিটিতে সহ-সভাপতি মো. আরিফুল হাসান প্রান্ত, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাহদিুল ইসলাম শামীম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সহ-সভাপতি মো. মেহেদী হাসান, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জুবায়ের হোসেন, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে যুগ্ম-সাধারণ সম্পাদক জিন্নাতুল ইসলাম, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সহ-সভাপতি মো. ফেরদৌস মাহমুদ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি বাংলাদেশে যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী মো. নওশীন পাশা দীপু, ইউনিভার্সিটি অব স্কলারসে সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসিন ইবনে জাবির, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ।
 
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে সহ-সভাপতি পারভেজ হোসেন, উত্তরা ইউনিভার্সিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত সিদ্দিকী, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সজল, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে সহ-সভাপতি মো. পলাশ মিয়া, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হামীম আল হাসান তালুকদার, অতীশ দ্বীপঙ্কার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যুগ্ম-সাধারণ সম্পাদক জিহাদ হোসাইন।
 
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে সহ-সভাপতি এম আরিফুর রহমান, আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান শুভ, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসে সহ-সভাপতি মো. দিনার হোসেন, সোনারগাঁও ইউনিভার্সিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এম জাহিদুল ইসলাম তালুকদার, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সহ-সভাপতি ফয়সাল আহমেদ আকন, সাউথইস্ট ইউনিভার্সিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মহান, রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকায় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হেলালুর রহমান সংগ্রাম।
 
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে সহ-সভাপতি মো. আল মামুন, নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশে যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান মাহিন, দ্যা মিলেনিয়াম ইউনিভার্সিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফিরোজ হাসান, আশা ইউনিভার্সিটি বাংলাদেশে সহ-সভাপতি মো. রাসেল, বাংলাদেশ ইউনিভার্সিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হাসান (নাঈম), পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশে যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিনার হোসেন, ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে সহ-সভাপতি মো. তারেকুল ইসলাম খান তারেক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আল-আমিন বাবলু, প্রাইম ইউনিভার্সিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদ খান মিলন, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে সহ-সভাপতি মো. মনোয়ার হোসেন, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভে যুগ্ম-সাধারণ সম্পাদক মীর মাহমুদুল হাসান আকাশ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে যুগ্ম-সাধারণ সম্পাদক খালিদ হোসেন হৃদয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সহ-সভাপতি কাজী শাহ নিয়াজ রাহান।
 
ইস্টার্ন ইউনিভার্সিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান উল ইসলাম, সিটি ইউনিভার্সিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াসির আরাফাত সারজু, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সহ-সভাপতি মো. নাজমুল হাসান লাভলু, গণ বিশ্ববিদ্যালয়ে যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা শুভ, এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বাবু, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে সহ-সভাপতি মো. ফরহাদুল আজম, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান (রাকিব), কুইন্স ইউনিভার্সিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক জিয়া, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশে সহ-সভাপতি মো. নুর আলম জিকু, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ায় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাকিব হাসান।
 
বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসে যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুজ্জামান পাঠান, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (মুগ্ধা) সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম দীপু, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক রাবিন, ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজিতে (নারায়ণগঞ্জ) যুগ্ম-সাধারণ সম্পাদক এস টি শাকিল, ঈষাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (কিশোরগঞ্জ) সহ-সভাপতি মো. জারিফ আহমেদ, জার্মান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান পিয়াল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোকারিম হাসান সাঈদ, সহ-সভাপতি মুন্নী খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক লাবন্য আক্তার, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক মনজিলা রিমি, যুগ্ম-সাধারণ সম্পাদক আনিকা আজাদ।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
তারেক রহমানের বিরুদ্ধে চার মামলা
নিজস্ব প্রতিবেদক
Monday, 2 December, 2024
সংস্কার নিয়ে চিন্তা করার কোনো কার‍ণ নেই
নিজস্ব প্রতিবেদক
Saturday, 30 November, 2024
যে কারণে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
Saturday, 30 November, 2024
মাথার ওপর এখনও খড়গ, হঠকারিতায় সজাগ থাকুন
নিজস্ব প্রতিবেদক
Friday, 29 November, 2024
যে মামলায় খালাস পেলেন তারেক রহমান
গাজীপুর প্রতিনিধি
Thursday, 28 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up