Published : Saturday, 9 November, 2024 at 12:09 AM, Update: 09.11.2024 1:12:00 AM
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) সার্বিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে কাজের অগ্রগতি প্রতিবেদন তৈরি করবে। প্রতিবেদন অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসি সচিব মোহাম্মদ বশিরুল হক এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে সব কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেছেন।
ডিএসসিসি সচিব মোহাম্মদ বশিরুল জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে 'স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫(ক) (২) মোতাবেক স্থানীয় সরকার বিভাগের কর্তৃক গঠিত কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি প্রতিবেদন হার্ডকপি সাচিবিক দপ্তরে এবং সফটকপি ই-মেইলে আবশ্যিকভাবে প্রেরণের জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে।