আফগানিস্তানের সীমান্ত ঘেঁষা দক্ষিণ ওয়াজিরিস্তানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের চার সেনা নিহত হয়েছে। এদিকে দেশটির রাজধানী করাচিতে অপ্রত্যাশিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ সংঘর্ষ হয়।
পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, উত্তরপশ্চিম আফগান সীমান্তে জঙ্গিদের সঙ্গে সেনা সদস্যদের সংঘর্ষ দেখা দিলে দুই পক্ষের মধ্যে বেশ কয়েক দফা গুলি বিনিময় হয়। সেখানে চার সেনা সদস্য নিহত হয়েছেন।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অফিস জানিয়েছে, চার সেনার মৃত্যুতে প্রধানমন্ত্রী শোকপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। দেশ থেকে তাদের নির্মূল না করা পর্যন্ত সরকার এই লড়াই চালিয়ে যাবে।
পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ, ইসলামাবাদ-এর একটি প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের প্রথম ১০ মাসে পাকিস্তান ৭৮৫টি জঙ্গি হামলা হয়েছে। এতে ৯৫১ জন মারা গেছে এবং ৯৬৬ জন আহত হয়েছে। যদিও পাকিস্তানে সন্ত্রাসী হামলা এবং বোমা হামলা কমেছে, অক্টোবর বছরের দ্বিতীয় সবচেয়ে প্রাণঘাতী মাস হিসেবে আবির্ভূত হয়েছে কারণ প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯৮ এ পৌঁছেছে। নিহতদের মধ্যে ৯৮ জন সন্ত্রাসী, ৬২ জন নিরাপত্তা কর্মী এবং ৩৮ জন বেসামরিক লোক রয়েছে।