যানজট নিরসনে এবার রাজধানীতে ট্রাফিকের সঙ্গে যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্ব পালন শুরু করেছেন শিক্ষার্থীরা। প্রথম পর্যায়ে ২১৪ জনকে প্রশিক্ষণ দেওয়ার পর ৬০ জন শিক্ষার্থী এরই মধ্যে দায়িত্ব পালন শুরু করেছেন।
প্রশিক্ষণ দেওয়া মোট ৬০০ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দায়িত্ব দেওয়া হবে। দায়িত্ব পালনের সময় প্রতিদিন ৫০০ টাকা সম্মানী পাবেন প্রতিজন শিক্ষার্থী।
এই শিক্ষার্থীদের দায়িত্ব পালনের সময় নির্ধারণ করা হয়েছে চার ঘণ্টা। এ সময় শিক্ষার্থীদের পরনে বিশেষ ধরনের জ্যাকেট থাকবে, যাতে তাঁদের আলাদা করে চেনা যায়। আগামী বছর জুন মাস পর্যন্ত এই শিক্ষার্থীদের দায়িত্ব পালনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ট্রাফিক পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
ট্রাফিক পক্ষে শিক্ষার্থীরা নগরবাসীকে ট্রাফিক সচেতনতায় ভূমিকা রেখেছেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা ট্রাফিক পক্ষে সড়কে নগরবাসীকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার কাজ করেছেন।
প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে তার পরই ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে। গত ৪ নভেম্বর ট্রাফিক পক্ষের শেষ দিন থেকে প্রশিক্ষিত ৬০ জন শিক্ষার্থী দায়িত্ব পালন শুরু করেছেন। পর্যায়ক্রমে অন্য প্রশিক্ষিতরাও দায়িত্ব পালন শুরু করবেন। প্রাথমিকভাবে রমনা ও তেজগাঁও এলাকায় প্রশিক্ষিত শিক্ষার্থীদের দায়িত্ব দেওয়া হয়েছে।’
সূত্র জানায়, রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ৬০০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে আগামী জুন পর্যন্ত দায়িত্ব পালনের জন্য একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে ৩০০ জনকে নির্বাচন করা হয়েছে। তাঁদের মধ্যে এ পর্যন্ত ২১৪ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অন্যদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া আরো ৩০০ জন নির্বাচন পর্যায়ে রয়েছে।
এ সময় জরিমানা আদায় করা হয়েছে ৯ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ৮০০ টাকা। ছয় হাজার ৬৩৬টি বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাটারিচালিত ২৯ হাজার ২৮০টি রিকশার ব্যাটারি খুলে নেওয়া, ডাম্পিং করা, উল্টে রাখাসহ নানা ধরনের শাস্তি দেওয়া হয়েছে। লিফলেট বিতরণ করা হয়েছে ৭৫ হাজার। শ্রমিকদের সঙ্গে ৩৯৫টি সভা করেছে পুলিশ। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও পাড়া-মহল্লায়ও সভা করা হয়।