Published : Thursday, 7 November, 2024 at 11:59 PM, Update: 08.11.2024 12:37:10 AM
ভোলার লালমোহন উপজেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।
এ সময় তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের জন্য এক বিশাল মাইলফলক। এই দিনে আমাদের নেতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর নানা ধরনের দখল থেকে মুক্ত হয়ে তিনি আমাদের রাজনৈতিক প্রধান হয়েছেন। জিয়াউর রহমান ছিলেন সেনাবাহিনীর অত্যন্ত জনপ্রিয় নেতা।