Published : Thursday, 7 November, 2024 at 10:58 PM
চলতি নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী দল। বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আইরিশ মেয়েরা। আসন্ন এই সফরের জন্য আগে ভাগেই অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।
সপ্তাহ ধরে তীব্র তাপদাহে অস্থির জনজীবন। প্রখর তাপমাত্রায়ও অবশ্য নারী ক্রিকেটারদের বিশ্রাম নেই। কয়েকটা দিন পরেই আয়ারল্যান্ডের নারী দলকে রুখতে ২২ গজের লড়াইয়ে নামবে টাইগ্রেসরা। তারই প্রস্তুতি নিতে গ্রীষ্মের কড়া রোদে মিরপুরের একাডেমি মাঠের দেশের নারী ক্রিকেটারদের ব্যস্ততা।
কয়েকদিন আগে সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে দেশে ফিরে মেয়েরা। বিশ্বকাপে বাংলাদেশের নারীদের বলারমতো ওভাবে পারফরমেন্সে ছিল না। বিশ্বকাপের ম্যাচে বিভিন্ন ম্যাচে বাজে ফিল্ডিং করায় নিগার সুলতানা জ্যাতিদের নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। তাই অনুশীলনের সময় ফিল্ডিংয়ে বাড়তি সময় দিয়েছে জাহানারা-সুলতানার।
আগামী ২৭ নভেম্বর সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। সিরিজের বাকি দুই ওয়ানডে যথাক্রমে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। এই ম্যাচ তিনটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ।
এরপর দুই দল পাড়ি জমাবে সিলেটে। সেখানে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৫ ডিসেম্বর। আর বাকি দুই টি-টোয়েন্টি ৭ ও ৯ ডিসেম্বর। সিরিজ শেষে ১০ ডিসেম্বর আয়ারল্যান্ড দলের বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে।