আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা চায় বিএনপি। এ সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার রোডম্যাপ স্পষ্ট না করলে রাজপথে নামবে বলে জানিয়েছে দলটি।
সোমবার (৫ নভেম্বর) রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। দলটির নেতারা বলেছেন, কয়েক মাস ধরে অন্তর্বর্তী সরকারের কাছে বারবার এ দাবি জানানো হচ্ছে। বিরোধী অন্য রাজনৈতিক দলগুলোরও একই দাবি। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য দেওয়া হয়নি।
বরং সরকারের দু-একজন উপদেষ্টার বক্তব্য বিষয়টিকে আরও জটিল ও ধোঁয়াশাচ্ছন্ন করে তুলেছে বলে অভিমত বিএনপি নেতাদের। এ প্রেক্ষাপটে রোডম্যাপ ইস্যুতে ডিসেম্বর পর্যন্ত দেখবে দলটি।
বিএনপির অবস্থান হচ্ছে, তারা এ সরকারকে সহযোগিতা করতে চান, যাতে সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে। তবে দলটি মনে করে, সরকারের রাষ্ট্র কাঠামোর সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একসঙ্গে চলতে পারে। এতে তাদের কোনো আপত্তি নেই। কারণ, বিএনপিও প্রয়োজনীয় সংস্কার চায়। এ জন্য দলটি সরকারের সংস্কার প্রস্তাবের সঙ্গে সহমতও পোষণ করেছে।
এ ক্ষেত্রে সরকারকে তারা সহযোগিতা করতেও প্রস্তুত। এ জন্য সরকার ঘোষিত ১০টি কমিশনের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও ছয়টি কমিটি গঠন করা হয়েছে, যেটাকে তারা শ্যাডো (ছায়া) কমিটি বলছেন। এসব কমিটির সুপারিশমালা তারা সরকারকে দেবেন।