Published : Wednesday, 6 November, 2024 at 10:47 PM
মার্কিন ধনকুবের ইলন মাস্ককে রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’ হিসেবে আখ্যায়িত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তৃতা দেয়ার সময় এ মন্তব্য করেন তিনি।
মাস্ককে নিয়ে স্মৃতিচারণও করেন ট্রাম্প। তিনি জানান, একবার স্পেসএক্স রকেটের একটি ভিডিও দেখার সময় তিনি মাস্ককে ৪০ মিনিটের জন্য আটকে রেখেছিলেন।
এছাড়াও মাস্ককে 'বিস্ময়কর' ব্যক্তি হিসেবেও উল্লেখ করেন ট্রাম্প। সেইসঙ্গে তিনি বলেন, এটি হবে যুক্তরাষ্ট্রের ‘স্বর্ণযুগ’।
ট্রাম্প আরও বলেন, এটি আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়। এটি আমেরিকাকে আবারও মহান করার সুযোগ দেবে।
জনতার উদ্দেশে ট্রাম্প বলেন, একদিন আপনারা এ দিনটির দিকে ফিরে তাকাবেন এবং এই দিনকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি বলে বিবেচনা করবেন।
তিনি আরও বলেন, আমেরিকা আমাদের একটি নজিরবিহীন এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।