Published : Wednesday, 6 November, 2024 at 2:05 PM
যুক্তরাষ্ট্রের একের পর এক অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল যত প্রকাশ হচ্ছে, ততই ক্ষীণ হয়ে আসছে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এবং দেশটির ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের জয়ের আশা। এ অবস্থায় আজ রাতে ভোটারদের উদ্দেশে কোনো বক্তব্য না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে আগামীকাল তিনি কথা বলবেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কমলার প্রচার শিবিরের একজন সিনিয়র সদস্য এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, আজ রাতে কমলা হ্যারিস বক্তব্য দেবেন না।
এই ঘোষণার পর থেকেই ডেমোক্রেটিক দলের সমর্থকরা কমলার কার্যালয়ের সামনে থেকে সরে যেতে শুরু করেন। বড় পর্দায় ভোটের ফলাফল দেখানো হচ্ছিল, আর এমন সময়েই ট্রাম্পের সুইং স্টেটগুলোর প্রাথমিক বিজয়ের সংবাদ প্রকাশ পায়। এর পরপরই কমলার প্রচার শিবির থেকে বক্তব্য প্রত্যাহারের ঘোষণা আসে।
বিবিসির আরেক প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সাতটি সুইং স্টেটের মধ্যে পাঁচটিতে ট্রাম্প এগিয়ে আছেন, আর একটিতে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস। একটি স্টেটের ফল এখনো প্রকাশ হয়নি।
এইবারের নির্বাচনে সুইং স্টেটগুলোতে মোট ৮৮টি ইলেকটোরাল ভোট রয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ১৯টি ভোট পেনসিলভানিয়ায়। বাকি রাজ্যগুলোর মধ্যে উইসকনসিনে ১০টি, মিশিগানে ১০টি, জর্জিয়ায় ১৬টি, নর্থ ক্যারোলিনায় ১৬টি, নেভাদায় ৬টি এবং অ্যারিজোনায় ১১টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।
তিনি নির্বাচনি রাতের ইভেন্টে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং হ্যারিসের পক্ষে কাজ করা প্রচারণা কর্মী ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান, যারা আমেরিকার প্রতিশ্রুতি বিশ্বাস করেছেন।