Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ জয়পুরহাটে নারী ফুটবল টিমের খেলা আয়োজন করায় ভাঙচুর ■ নিজেই গুম-হত্যার নির্দেশ দিতেন হাসিনা ■ বুধবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশের ট্রেন বন্ধ ■ সব ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ হবে: শিক্ষা মন্ত্রণালয় ■ ভিআইপি রুমে দুই ঘণ্টার বৈঠক, সিদ্ধান্ত ছাড়াই বেরিয়ে গেলেন নেতারা ■ ট্রেনের যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে বিআরটিসির বাস ■ সাত কলেজ নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন শিক্ষা উপদেষ্টা
মল্লিকার প্রেমের টানে তুরস্কের যুবক সিরাজগঞ্জে
Published : Wednesday, 6 November, 2024 at 9:41 AM

মল্লিকার প্রেমের টানে তুরস্কের যুবক সিরাজগঞ্জে

মল্লিকার প্রেমের টানে তুরস্কের যুবক সিরাজগঞ্জে

সিরাজগঞ্জের শাহজাদপুরে ছুটে এসেছেন ইউরোপের রাষ্ট্র তুরস্কের যুবক মুস্তফা ফাইক। প্রেমের টানে সাড়ে চার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশ এসেছেন। 

সোমবার (৪ নভেম্বর) রাতে দুই পরিবারের সম্মতিতে মুস্তফা এবং মল্লিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 

এর আগে, রোববার বাংলাদেশে আসেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। মল্লিকা শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামের দলিল লেখক কামরুজ্জামান মানিকের মেয়ে।

মল্লিকার মা ও স্বজনরা এমন বিয়ে মেনে নিয়ে তারাও আনন্দ প্রকাশ করেছেন। অপরদিকে এলাকাবাসী এ খবর পেয়ে ভিড় জমাচ্ছে মল্লিকার বাড়িতে। বিদেশি জামাই পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেছেন সবাই।

জানা যায়, তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সট্রাগ্রামে নিজের আইডিতে নিজের ছবি পোস্ট করেন মল্লিকা। সেই ছবি দেখে পছন্দ করে ফেলেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। এরপর তাদের দুজনের মধ্যে কথা হয়। পরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের প্রেমের পরিণতি দিতে সাড়ে চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসেন মুস্তফা ফাইক।  

মুস্তফা ফাইক জানান, বাংলাদেশে এসেছেন প্রেমের টানেই। পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন মল্লিকাকে। তাকে বিয়ে করতে পেরে তিনি আনন্দিত ও উৎফুল্ল। সেইসঙ্গে বাংলাদেশের মানুষ ও প্রকৃতি অনেক সুন্দর বলে জানান এই যুবক।  

এদিকে মল্লিকা তিন বছরের সম্পর্ক বিয়েতে পরিণতি পাওয়ায় খুশিতে আত্মহারা তিনি। ভিসা প্রসেসিং শেষ হলেই পাড়ি জমাবেন তুরস্কে।

মল্লিকা বলেন, তুরস্কের ইস্তাম্বুলে অবস্থানরত এক আত্মীয়ের মাধ্যমে প্রায় ৩ বছর আগে ইনস্টাগ্রামে আমাদের পরিচয় হয়। তখন থেকেই দুজনের মন দেওয়া-নেয়া শুরু। দুজনের পরিবারের সম্মতিতে এর আগে আমি তুরস্কে যাওয়ার জন্য ভিসার আবেদন করলে সেটা নাকচ হয়। এরপর কোনো উপায় না পেয়ে মোস্তফা বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
মুন্সীগঞ্জ প্রতিনিধি
Monday, 13 January, 2025
থানার ভেতরে মিলল ওসির ঝুলন্ত মরদেহ
শরীয়তপুর প্রতিনিধি
Thursday, 9 January, 2025
ইজতেমা ময়দানে নিষেধাজ্ঞা প্রত্যাহার
গাজীপুর প্রতিনিধি
Thursday, 2 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up