Published : Wednesday, 6 November, 2024 at 9:18 AM
ডেমোক্রেটিক প্রার্থী কমালা হ্যারিসই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তাঁর স্বামী ডগ এমহফ।
স্থানীয় সময় মঙ্গলবার (৬ নভেম্বর) বিকেলে মিশিগানের ডেট্রয়েটে ভোটারদের শুভেচ্ছা জানানোর সময় এ কথা বলেন তিনি।
এমহফ বলেন, আমি মনে করি আমরা এই নির্বাচনে জিততে চলেছি। আমরা মিশিগানে জিতবো। এরপর আমি তার দিকে তাকিয়ে বলতে চাই, প্রিয়তমা তুমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
এদিকে, গতকাল রাতে ফিলাডেলফিয়ায় শেষ মুহূর্তের প্রচারণায় স্ত্রী কমলার সাথে ছিলেন ডগ এমহফ।