Published : Wednesday, 6 November, 2024 at 12:12 AM
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ের ব্যাপারে ‘খুবই আত্মবিশ্বাসী’ বলে মন্তব্য করেছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) ফ্লোরিডায় ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, নির্বাচনের ফল আমার পক্ষে যাবে এবং কোনোভাবেই হাড্ডাহাড্ডি লড়াই হবে না। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
নির্বাচনে জয়ের ব্যাপারে সাবেক এ প্রেসিডেন্ট বলেন, আমি খুবই আত্মবিশ্বাসী (জয়ের ব্যাপারে)। শুনেছি, আমরা সব জায়গায় খুব ভালো করছি। তবে নির্বাচনের ফল ঘোষণায় দেরি হতে পারে জানিয়ে হাতাশা প্রকাশ করেছেন তিনি।
নিজের তিনটি প্রচারাভিযানের মধ্যে চলতি বছরের প্রচার ‘সেরা’ ছিল বলেও জানান ট্রাম্প।
এসময়, নির্বাচনে ফলের ব্যবধান (কমলার সঙ্গে) বড় হলেও তার স্বীকৃতি দিকে অনেক সময় লাগবে বলে দাবি করেন তিনি।
দ্রুত নির্বাচনের উদাহরণ হিসেবে ফরাসি নির্বাচনকে উদ্ধৃত করে ট্রাম্প আরও বলেন, তারা (বাইডেন প্রশাসন) এই সমস্ত অর্থ মেশিনের পেছনে ব্যয় করেছে। ফলে ভোট গণনায় দেরি হবে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ সাতটি সুইং স্টেটে চলছে ভোটগ্রহণ। এসব অঙ্গরাজ্যে ভোটের সবশেষ তথ্যে উঠে এসেছে চমকপ্রদ তথ্য।
কমলা হ্যারিস পেনসিলভানিয়ায় এগিয়ে থাকলেও, নেভাদা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা এবং অ্যারিজোনায় ট্রাম্প এখনও এগিয়ে রয়েছেন বলে জানিয়েছে বিবিসি। একইভাবে উইসকনসিন এবং মিশিগানে সামান্য এগিয়ে রয়েছেন কমলা।