দীর্ঘদিন ধরেই খেলছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন সাকিব আল হাসান। ইংলিশ কাউন্টিতে, সেখানে সারের হয়ে খেলে আসা টাইগার অলরাউন্ডারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
পাকিস্তান সফর শেষে ভারতে যাওয়ার আগে, মাঝে যে সময়টা পেয়েছিলেন, ওই সময়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ম্যাচ খেলেছেন সাকিব। ওই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৯ উইকেট। কিন্তু তার বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেছেন মাঠের আম্পায়াররা।
ফলে পরবর্তী সময়ে ইংল্যান্ডের ওই প্রতিযোগিতায় খেলতে গেলে অ্যাকশন পরীক্ষা দিতে হবে সাকিবকে। আপাতত অন্য কোনো লিগে খেলতে তার কোনো বাধা নেই। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটও খেলতে পারবেন নির্বিঘ্নে।
যেমনটা ভারতে খেলেছেন সাকিব। কিন্তু কাউন্টি আর ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে তার বোলিং অ্যাকশনের তুলনা চলছে এখন। একটি ডেলিভারি করার সময় স্বাভাবিকের থেকে একটু বেশিই বেঁকেছিল কনুই। নিয়ম অনুযায়ী কোনো বোলার ১৫ ডিগ্রির বেশি কনুই বাঁকাতে পারবেন না।