ভারতের উত্তরাখণ্ড প্রদেশের পাহাড়ি রাস্তায় বাস গভীর খাদে পড়ে ৩৬ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছে আরো ২০ জন।
সোমবার (৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে প্রদেশটির আলমোরায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মার্চুলার সল্ট এলাকায় পাহাড়ের খাদে গড়িয়ে পড়ে যাত্রীবাহী বাসটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে সহায়তা করেছেন স্থানীয়রাও।
সেখানকার পুলিশ জানিয়েছে, বাসটিতে অন্তত ৬০ জন যাত্রী ছিলেন। খাদে গড়িয়ে পড়ার পর নদীর ধারে এসে পড়ে সেটি।
বাসটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে। এখন পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হচ্ছে। উদ্ধারকাজ এখনো চলছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
কীভাবে বাসটি উল্টে পড়ল এবং চালক কেন নিয়ন্ত্রণ হারালেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।