মধ্যপ্রাচ্যের দেশ ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সামরিক বাহিনীর একটি ছাদবিহীন বিমান (জাইরোপ্লেন) বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন জেনারেলসহ দুই সদস্য নিহত হয়েছেন।
সোমবার (০৪ নভেম্বর) এক বিবৃতিতে আইআরজিসি এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরএনএ এবং ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
বিবৃতিতে আইআরজিসি জানায়, সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল হামিদ মাজান্দারানি এবং হামেদ জান্দাঘি নামের পাইলটকে বহনকারী একটি জাইরোপ্লেন সোমবার আফগানিস্তান ও পাকিস্তান সীমান্ত লাগোয়া সিস্তান ও বেলুচেস্তানের সিরকানের কাছে বিধ্বস্ত হয়েছে। ওই এলাকায় সুন্নিপন্থি স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর পাশাপাশি মাদক কারবারিদের সঙ্গে প্রায়ই ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির স্থল বাহিনীর একটি হালকা বিমান দক্ষিণ-পূর্ব সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করার সময় দুর্ঘটনার কবলে পড়ে।
তবে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশে অবস্থিত ব্রিগেডের ওই কমান্ডার সে সময় কেন দক্ষিণ-পূর্বাঞ্চলে সামরিক বিমানে গিয়েছিলেন তা জানায়নি এই সংবাদমাধ্যমটি।
এর আগে, গত মাসে সন্দেহভাজন সুন্নি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে সিস্তান-বেলুচিস্তান প্রদেশে অন্তত ১০ ইরানি সীমান্তরক্ষী নিহত হন।