পশ্চিম সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বন বিভাগের সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে জিম্মি হওয়া ১০ জেলেকে উদ্ধার করেছে বন বিভাগ।
রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে অভিযান শেষে উপকূলে ফিরেছে বন বিভাগের কর্মীরা।
এর আগে, রোববার (৩ নভেম্বর) সকাল ৮টার দিকে সাতক্ষীরা রেঞ্জের তক্তাখালি খালে এ গোলাগুলির ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর চুনকুড়ি এলাকার দাউদ গাজীর ছেলে আব্দুল আলিম (৬২), একই এলাকা মৃত বাহার আলী সরদারের ছেলে নুর ইসলাম (৪৫), আব্দুল আলিম গাজীর ছেলে রবিউল ইসলাম (২৮), ছোট ভেটখালী এলাকার ফজলু সানর ছেলে হাফিজুর রহমান (৪৫)।
একই এলাকার মৃত নজরুল ফকিরের ছেলে রাজু ফকির (৪৭), মৃত মজিদ গাজীর ছেলে শফিকুল ইসলাম (৪৫), নুরনগর ইউনিয়নের দুরমুজখালী এলাকার মৃত লিয়াকত মল্লিকের ছেলে রফিকুল ইসলাম (৪৫), মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর এলাকার খলিলুর রহমান গাজীর ছেলে মফিজুর (৩৮), একই এলাকার মৃত ইমান আলী সানার ছেলে মুছাক সানা ও মুন্সীগঞ্জ ইউনিয়নের বড় ভেটখালী এলাকার মৃত জয়নাল গাজীর ছেলে নজরুল ইসলাম (৫৭)।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাসানুর রহমান বলেন, সকালে আমরা খবর পাই ৩-৪ জন জেলেকে জিম্মি করেছে দস্যুরা। পরবর্তীতে রেঞ্জের সব স্টেশনের সদস্যরা ৪০-৪৫ জন একত্রে অভিযান করা হয়।