Published : Sunday, 3 November, 2024 at 11:33 PM, Update: 03.11.2024 11:42:45 PM
ইলিশ ধরার অপরাধে কৃষি ব্যাংক চাঁদপুর শাখার এজিএমসহ ১৪ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। চাঁদপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞার শেষ সময়ে ইলিশ ধরার অপরাধে কৃষি ব্যাংক চাঁদপুর শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) কাইয়ুম খানসহ ১৪ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।
সোমবার দুপুর বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সুপার জানান, মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১টি জেলে নৌকায় ৭ জনকে আটক করা হয়। ওই নৌকা থেকে কৃষি ব্যাংক চাঁদপুর শাখার এজিএম কাইয়ুম খানকে আটক করা হয়।
এছাড়াও প্রায় ১ লাখ মিটার অবৈধ জাল উদ্ধার এবং ১০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। আটককৃত ১৪ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হবে।