Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সতর্ক আছে সেনাবাহিনী ■ গাজায় ইসরায়েলি হামলায় একসঙ্গে ৫ সাংবাদিক নিহত ■ হাসিনা ও তার দোসরদের বাঁচাতেই সচিবালয়ে আগুন ■ বাড়লো সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেয়ার সময় ■ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন ■ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত ■ ক্যান্সারের বিরুদ্ধে লড়ছেন আসাদের স্ত্রী
ভারতকে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ডের ইতিহাস
Published : Sunday, 3 November, 2024 at 2:41 PM

২৫ রানের রোমাঞ্চকর জয়ে উল্লাসে মাতল গোটা নিউজিল্যান্ড দল

২৫ রানের রোমাঞ্চকর জয়ে উল্লাসে মাতল গোটা নিউজিল্যান্ড দল

তিন বা তার বেশি ম্যাচের টেস্ট সিরিজে কখনও ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়নি ভারত। ওয়াংখেড়েতে সিরিজের তৃতীয় টেস্টে তাদের ২৫ রানে হারিয়ে সেই ইতিহাসটাই গড়েছে সফরকারী নিউজিল্যান্ড। টেস্টে ভারতীয় দল এর আগেও হোয়াইটওয়াশ হয়েছে। সেটা ছিল দুই ম্যাচের টেস্ট সিরিজ। ১৯৯৯-২০০০ সালে টেস্ট সিরিজে তাদের ২-০ তে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।  

দ্বিতীয় দিন ভারত যেভাবে শেষ করেছিল তাতে হোয়াইটওয়াশ এড়ানোর আশা ছিল তাদের। কারণ বড় লক্ষ্য দেওয়ার আগেই ধস নামাতে পারে কিউইদের ব্যাটিং লাইন আপে। কিন্তু স্পিন বান্ধব উইকেটে ১৪৭ রানের লক্ষ্যটাকেও মনে হচ্ছিল পাহাড় সমান! ভারত দ্বিতীয় সেশনে খেলতে নেমেই ১২১ রানেই গুটিয়ে গেছে। 

৯ উইকেটে ১৭১ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড আর চার রানই যোগ করতে পারে। দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৭৪ রানে।

মাত্র ১৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে কিউইদের স্পিন আক্রমণে খেই হারায় ভারতের ইনিংস। ধস নামে লাঞ্চের আগেই। ২৯ রানে হারায় ৫ উইকেট। তখন কিউইদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেন ঋষভ পান্ত। লাঞ্চের আগে দ্রুত গতিতে খেলে ফিফটি তুলে নেন তিনি। ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজার সঙ্গে মিলে যোগ করেন ৪২ রান। জাদেজা লাঞ্চের আগে ফিরলে ভাঙে জুটি। পান্ত তার পরও কিউইদের বিপক্ষে প্রতিরোধ গড়ে খেলতে থাকেন। ওয়াশিংটন সুন্দরকে সঙ্গে নিয়ে আরও যোগ করেন ৩৫ রান। শত রান পার করার পর পান্তের প্রতিরোধ ভাঙেন প্যাটেল। ফেরার আগে ৫৭ বলে ৬৪ রানে গ্লাভসবন্দি হয়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটার। 

ধ্বংসস্তূপে থেকেও রবিচন্দ্রন অশ্বিন-ওয়াশিংটন সুন্দর মিলে আশা জাগাচ্ছিলেন। কিন্তু দলীয় ১২১ রানে ফিলিপসের বলে অশ্বিন গ্লাভসবন্দি হতেই প্রতিরোধ দুর্বল হতে থাকে স্বাগতিকদের। একই ওভারে জোড়া আঘাত হানেন ফিলিপস। পরের বলে আকাশ দীপকে বোল্ড করলে ভারতের ঘুরে দাঁড়ানোর সব আশা শেষ হয়ে যায়। পরের ওভারে প্রথম বলে ওয়াশিংটন সুন্দরকে প্যাটেল বোল্ড করলে ২৯.১ ওভারে ১২১ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস।  

দুই ইনিংসে ১০৩ রানে ৫ উইকেট ও ৫৭ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা অ্যাজাজ প্যাটেল। সিরিজ সেরা ২৪৪ রান করা উইল ইয়াং। 

সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ২৩৫ (মিচেল ৮২, ইয়াং ৭১; জাদেজা ৬৫/৫, সুন্দর ৪/৮১) ও ১৭৪ (ইয়াং ৫১; জাদেজা ৫/৫৫, অশ্বিন ৩/৬৩)

ফল: নিউজিল্যান্ড ২৫ রানে জয়ী 

ভারত ২৬৩ (গিল ৯০, পান্ত ৬০; প্যাটেল ৫/১০৩) ও ১২১ (পান্ত ৬৪; প্যাটেল ৬/৫৭, ফিলিপস ৩/৪২)

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
এনসিএলের প্রথম শিরোপা রংপুরের ঘরে
ক্রীড়া ডেস্ক
Tuesday, 24 December, 2024
বিসিবির নতুন দায়িত্ব পাচ্ছেন ফাহিম
নিজস্ব প্রতিবেদক
Saturday, 21 December, 2024
নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের হার
নিজস্ব প্রতিবেদক
Thursday, 19 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up