Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বিদেশিদের শিরশ্ছেদে রেকর্ড গড়েছে সৌদি আরব ■ চলতি মাসে রেমিট্যান্স এসেছে ১২৫ কোটি মার্কিন ডলার ■ ঢাবি ছাত্রদলের কমিটি থেকে ৬ নেতাকে অব্যাহতি ■ ডেঙ্গুতে একদিনে রোগী ভর্তির রেকর্ড ■ আয়কর রিটার্ন জমার সময় বাড়লো ■ দেশকে মজবুত অর্থনীতি দিয়ে যাওয়ার আশ্বাস প্রধান উপদেষ্টার ■ নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, আর থামবে না
বাংলাদেশের কূটনীতিকদের দায়িত্বে বড় পরিবর্তন
Published : Sunday, 3 November, 2024 at 7:35 AM

বাংলাদেশের কূটনীতিকদের দায়িত্বে বড় পরিবর্তন

বাংলাদেশের কূটনীতিকদের দায়িত্বে বড় পরিবর্তন

সরকার পরিবর্তনের পর সবকিছুতেই  রতবদল হচ্ছে। এবার বিভিন্ন দেশের মিশনগুলোতে বাংলাদেশি কূটনীতিকদের বড় পরিবর্তন নিয়ে আসচ্ছে সরকার। কিছু কূটনীতিককে ঢাকায় ফেরানো হচ্ছে  এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিশনে নতুন দায়িত্বে পাঠানো হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ডেনমার্কের বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (পলিটিক্যাল) এবং হেড অব চ্যান্সারি মুহাম্মদ সাকিব সাদাকাতকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন করাচির ডেপুটি হাইকমিশনার করার সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ সহকারী হাইকমিশন বার্মিংহামে (যুক্তরাজ্য) সহকারী হাইকমিশনারের দায়িত্ব পাচ্ছেন ভারতের চেন্নাইয়ে বাংলাদেশ উপ হাইকমিশনের উপ হাইকমিশনার শেলী সালেহীন। চেন্নাইয়ে উপ-হাইকমিশনার হয়ে যাবেন বার্মিংহামের সহকারী হাইকমিশনার মো. আলীমুজ্জামান। 

এছাড়াও বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মুহাম্মদ মিজানুর রহমানকে ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল করা হ‌চ্ছে।

বাংলাদেশ ডেপুটি হাইকমিশন কলকাতায় বর্তমানে মিনিস্টার (পলিটিক্যাল) এবং হেড অব চ্যান্সারি সিকদার মোহাম্মদ আশরাফুর রহমানকে সদর দফতর ঢাকায় ফেরানো হচ্ছে। এছাড়া বাংলাদেশ দূতাবাস মাস্কাটের মিনিস্টার (পলিটিক্যাল) এবং হেড অব চ্যান্সারি মৌসুমী রহমানকেও ঢাকায় ফেরানো হচ্ছে।

বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের পরিচালক সামিয়া ইসরাত রনি এবং আন্তর্জাতিক সংস্থাসমূহ অনুবিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ্‌-আল-মামুনকে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে কাউন্সেলর করে পাঠাচ্ছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের পো‌স্টিং প‌লি‌সি অনুযায়ী মিশনগু‌লো‌তে রদবদল করা হচ্ছে। এরই ধারাবা‌হিকতায় বাংলাদেশের যেসব দূতাবাসে রাষ্ট্রদূত নেই, সেসব দেশে রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সহকারী হাইকমিশনার পর্যায়ে কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
ইইউর কাছে যে বিষয়ে বৈধতা চায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 5 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up