বিমানে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় ভারতে বিমান উঠা-নামা কমে গেছে। বর্তমানে প্রায় ৫০০টি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। বিমান কম চলাচল করায় দেশটির বিমান সংস্থাগুলোর পড়েছে আর্থিক ক্ষতির মুখে। যার পরিমাণ প্রায় ৬০০ কোটি রুপি।
এদিকে ফ্লাইট বাতিল ঠেকাতে কাজ করতে শুরু করেছে দেশটির সরকার। দিল্লি, কলকাতা, মুম্বাইয়ের মতো বিমানবন্দরগুলোতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বোমাতঙ্ক বা হুমকির জেরে এক একটি ফ্লাইটের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ ৩ থেকে ২০ কোটি টাকা পর্যন্ত হতে পারে।
সত্যি বিমানে বোমা থাকলে যাতে তার বিস্ফোরণে ক্ষয়ক্ষতি কম হয়, তার জন্যে হুমকি এলেই বিমানগুলো ‘ফুয়েল ডাম্প’ করে থাকে।
এছাড়াও পথ ঘুরিয়ে জরুরি অবতরণ করতে হয়। যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হয়। এর জেরে এক একটি ফ্লাইটে কয়েক কোটির লোকসান হতে পারে সংস্থাগুলোর।