সভা, সমাবেশে নিষেধাজ্ঞার কারণে আজ পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ স্থগিত করেছে জাতীয় পার্টি। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকাল থেকে কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। সেখানে শুধু পুলিশের কড়া নিরাপত্তা ও উৎসুক মানুষের আনাগোনা। আগুন দেয়া ভবনটি খালি পড়ে আছে।
ডিএমপি বলছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে ও জনগণের জান-মালের নিরাপত্তায় বেলা ১২টার দিকে জাতীয় পার্টির অফিসের সামনে আসে সেনাবাহিনীর দুটি টহল গাড়ি।
এরআগে, বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ডাকা হয়েছিল বিক্ষোভ সমাবেশ। দলটির সমাবেশ ঘিরে শনিবার সকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পাল্টা কর্মসূচি ঘোষণা করে 'ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতা'।
পরে শুক্রবার সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ কাকরাইল এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে।