Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ইসরায়েলে পাল্টা হামলা চালানোর নির্দেশ খামেনির ■ সবজিতে কিছুটা স্বস্তি, চড়া চালের বাজার ■ রোববার থেকে পলিথিন কারখানায় অভিযান ■ ৬৪টি খাল ও জলাশয় পরিষ্কারের কর্মসূচি নিয়েছে সরকার ■ স্পেনে আকস্মিক বন্যায় নিহত ছাড়িয়েছে দেড়শ ■ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকা চতুর্থ ■ সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার
স্পেনে আকস্মিক বন্যায় নিহত ছাড়িয়েছে দেড়শ
Published : Friday, 1 November, 2024 at 11:38 AM

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত স্পেন

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত স্পেন

পাঁচ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত স্পেন। গত মঙ্গলবার দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিপাতে আকস্মিক এই বন্যার কবলে পড়ে দেশটি। বন্যায় শহর ও রাস্তাগুলো প্লাবিত হয়েছে, নদীগুলোর তীর উপচে পড়েছে পানি এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎ ও পানি সংকটে ভুগছে। 

এতে অন্তত ১৫৮ জন নিহত এবং কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। বহু মানুষ তাদের ভবনের বেজমেন্ট এবং নীচ তলায় আটকে পড়েছিল।

বন্যার পানিতে ডুবে গেছে অনেক এলাকার রাস্তা-ঘাট ও বাড়িঘর। অনেক মানুষ বাড়ির ছাদ, গাড়ির ছাদ, সেতু বা গাছে উঠেও প্রাণ বাঁচিয়েছেন। জরুরি সেবার কর্মীরা এখনও আটকে পড়াদের উদ্ধার করতে লড়ছেন। মৃতদেহ উদ্ধার এবং ধ্বংসাবশেষ পরিষ্কার করার জন্য অভিযান চলছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভ্যালেন্সিয়া প্রদেশ। ভ্যালেন্সিয়া ও আশেপাশের এলাকায় প্রাণহানি হয়েছে বেশি। এর আগে ১৯৭৩ সালে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৫০ জন মারা গিয়েছিল।

সেখানে ২৮ বছরের মধ্যে সবচেয়ে ভারি বৃষ্টিপাত হয়েছে। ভ্যালেন্সিয়ার শহর চিভায় মঙ্গলবার মাত্র আট ঘণ্টার মধ্যে এক বছরের সমান বৃষ্টিপাত হয়। সেদিন সেখানে ৪৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর, যা শহরটির প্রায় এক বছরের বৃষ্টিপাতের সমান।

এমন অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক পানির প্রবাহ রাস্তা ও হাইওয়েগুলোকে নদীতে রূপান্তরিত করে। সেতুগুলোও ডুবে যায়। ডুবে যায় বাড়ি-ঘর সহ সব ভবন। এতে মঙ্গলবার রাতে লাখ লাখ মানুষের জীবন ঝুঁকিতে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা দিয়ে সুনামির ঢেউয়ের মতো পানি প্রবাহিত হয়েছিল। মাত্র কয়েক মিনিটের মধ্যে এক মিটারের বেশি উঁচু পানির ঢেউ তৈরি হয়। পানির স্রোত অনেক বাড়ির দেয়ালও ভেঙে দেয়। গাড়িগুলো সব ভাসিয়ে নিয়ে যায়।

বুধবার দেশটির মধ্য-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত কমেছে। তবে আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করেছেন, বৃষ্টি উত্তর-পূর্ব দিকে কাতালোনিয়া অঞ্চলের দিকে চলে যাচ্ছে। দেশের অন্যান্য অঞ্চলেও আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। মানুষকে বন্যার জন্য প্রস্তুত হতে এবং নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানানো হয়েছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
স্পেনে আকস্মিক বন্যায় নিহত ছাড়িয়েছে দেড়শ
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 1 November, 2024
আকাশ প্রতিরক্ষায় আয়রন ডোম বানাবে তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 30 October, 2024
রাশিয়ার দখলে ইউক্রেনের আরো দুটি গ্রাম
আর্ন্তজাতিক ডেস্ক
Saturday, 12 October, 2024
শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা আজ
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 11 October, 2024
চিকিৎসায় নোবেলজয়ীর নাম ঘোষণা আজ
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 7 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up