Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ইসরায়েলে পাল্টা হামলা চালানোর নির্দেশ খামেনির ■ সবজিতে কিছুটা স্বস্তি, চড়া চালের বাজার ■ রোববার থেকে পলিথিন কারখানায় অভিযান ■ ৬৪টি খাল ও জলাশয় পরিষ্কারের কর্মসূচি নিয়েছে সরকার ■ স্পেনে আকস্মিক বন্যায় নিহত ছাড়িয়েছে দেড়শ ■ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকা চতুর্থ ■ সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকা চতুর্থ
Published : Friday, 1 November, 2024 at 11:26 AM

ভারতের নয়াদিল্লিতে ধোঁয়াটে সকালে এক্সপ্রেসওয়েতে চলছে যানবাহন

ভারতের নয়াদিল্লিতে ধোঁয়াটে সকালে এক্সপ্রেসওয়েতে চলছে যানবাহন

প্রতিদিনই কোনো না কোনো কারণে বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। এর মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী শহর দিল্লি। আর তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে চতুর্থ অবস্থানে। 

শুক্রবার (০১ নভেম্বর) সকাল পৌনে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) সূচকে এ তথ্য জানানো হয়েছে।

সূচকে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে একিউআই স্কোর ১৪১ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। একিউআই সূচক অনুযায়ী, আজকের বাতাসকে “অস্বাস্থ্যকর” হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অন্যদিকে ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর ও ভিয়েতনামের হ্যানয় যথাক্রমে ৩৪৮, ২১১ ও ১৯৭ একিউআই স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। দূষণের তালিকায় শীর্ষ পাঁচ দেশের তালিকায় পাকিস্তান ও ভিয়েতনামও রয়েছে।

মূলত একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্টের ওপর ভিত্তি করে- বস্তুকণা (পিএম-১০ ও পিএম-২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

বস্তুকণা পিএম-২.৫ হলো বাতাসে থাকা সব ধরনের কঠিন এবং তরল কণার সমষ্টি, যার বেশিরভাগই বিপজ্জনক। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন ধরনের রোগ যেমন— প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে পিএম-২.৫। এছাড়া বায়ু দূষণকারী এনও২ প্রধানত পুরোনো যানবাহন, বিদ্যুৎ কেন্দ্র, শিল্প স্থাপনা, আবাসিক এলাকায় রান্না, তাপদাহ এবং জ্বালানি পোড়ানোর কারণে তৈরি হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, শুধুমাত্র বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের প্রাণহানি ঘটে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকা চতুর্থ
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 1 November, 2024
৩ দিনের রিমান্ডে ইমান মাজারি ও তার স্বামী
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 30 October, 2024
মিলিয়ন ডলারের চুক্তি হারাতে বসেছে আদানি
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 28 October, 2024
ছত্তীসগঢ়-মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছে 'ডানা'
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 25 October, 2024
গুলি করে ১০ সীমান্ত পুলিশকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 25 October, 2024
ভারতে আঘাত হেনেছ ঘূর্ণিঝড় ‘দানা’
আর্ন্তজাতিক ডেস্ক
Friday, 25 October, 2024
নয়াদিল্লির লোধি গার্ডেন আছেন শেখ হাসিনা
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 24 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up