Published : Thursday, 31 October, 2024 at 10:55 PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ পরীক্ষার তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। নিয়োগ পরীক্ষার সব ধাপ পেরিয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলায় ৬ হাজার ৫৩১ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয় ও অধিদপ্তরের ওয়েসবাইটে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের এ চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে www.dpe.gov.bd ফল পাওয়া যাবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে ২০২৩ সালের ১৪ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
পরে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য লিখিত পরীক্ষা গত ২৯ মার্চ অনুষ্ঠিত হয়। এতে তিন পার্বত্য জেলা ছাড়া বাকি জেলাগুলোর ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন পরীক্ষার্থী অংশ নেন।
পরীক্ষার ফল ২১ এপ্রিল প্রকাশ করা হয়। পরে সংশোধিত ফলাফল প্রকাশ করা হলে উত্তীর্ণের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়। নির্বাচিত এই ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। তাদের থেকে পরে চূড়ান্ত নিয়োগের তালিকা তৈরি করা হয়।