Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■  ‘ইউক্রেন সংঘাত বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে’ ■ গলা কেটে রক্ত গামলায় করে টয়লেটে ফেলেন দেন তারা ■ ফের বায়ু দূষণে তিনে ঢাকা, শীর্ষে রয়েছে যারা ■ রোববার নতুন নির্বাচন কমিশনের শপথ ■ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা ■ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ■ সরকার জানালো যখন নির্বাচন করতে পারবে আওয়ামী লীগ
জাপা কার্যালয়ে যেতে রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা
Published : Thursday, 31 October, 2024 at 10:05 PM

রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে শুরু করেছেন শিক্ষার্থীরা

রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে শুরু করেছেন শিক্ষার্থীরা

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়ার ঘণ্টা দুয়েকের মধ্যে বিক্ষোভ মিছিল নিয়ে সেদিকে যেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে শুরু করেছেন শিক্ষার্থীরা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের উপর জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন অভিযোগ করে তারা দলটির বিজয়নগর অফিসের দিকে যাওয়ার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৭টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীরা বলেছেন, সেখান থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ৯টার পর বিজয়নগরের দিকে রওনা দেবেন তারা।

শিক্ষার্থীরা যখন রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছিলেন তার কাছাকাছি সময়ে বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয় একদল মানুষ। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা পর সেই আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েনের মধ্যে এ ঘটনা ঘটল।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনার পর ফেইসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টিকে উদ্দেশ করে লেখেন, এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।

তিনি ওই পোস্টে রাজু ভাস্কর্য থেকে বিজয়নগরের উদ্দেশে মিছিল নিয়ে যাওয়ার ডাকও দেন।

বিজয়ের ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিএসসির কাছে রাজু ভাস্কর্যের কাছে শিক্ষার্থীদের জড়ো হতে দেখা যায়। ছাত্র আন্দোলনের সমন্বয়করাও ছিলেন সেখানে।

সেখানে সমন্বয়ক মাহিন সরকার বলেন, "আজকে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ বিজয় নগরে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যায়। সেখানে জাতীয় নাগরিক কমিটি এবং অন্যান্য কিছু ছাত্র সংগঠনের ব্যক্তিবর্গ ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে বিজয়নগরে তারা যেতেই জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের উপর হামলে পড়ে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

“আমাদের ধারণা ওখানে জাতীয় পার্টির পাশাপাশি আওয়ামী, যুবলীগের কর্মীরাও আছে। এখনো সেখানে ঝামেলা চলছে। আমরা খবর পেয়েছি দেরিতে, তাই এখনো আমাদের সবাই জমায়েত হতে পারেনি। আমরা শীঘ্রই একত্র হয়ে বিজয়নগরে যাব এবং জাতীয় পার্টির কার্যালয় সিলগালা করে দেব।"

এসময় শিক্ষার্থীদের জাতীয় পার্টির বিরুদ্ধে নানারকম স্লোগান দিতে শোনা যায়। ‘জাতীয় পার্টির গদিতে, আগুন জ্বালো একসাথে', 'জাতীয় পার্টির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও', আপোষ না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, 'দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা ' ইত্যাদি স্লোগান দেন তারা।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে দুটি স্ট্যাটাসের দেন।

"রাজু ভাস্কর্য থেকে ৮.৩০ এ মিছিল নিয়ে আমরা বিজয়নগরে মুভ করবো। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।

কিছুক্ষণ পর লেখেন, জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Friday, 22 November, 2024
চমক রেখেই চলতি মাসে ঢাবিতে শাটল বাস
ঢাবি প্রতিনিধি
Thursday, 21 November, 2024
যত দিন বন্ধ ঢাকা কলেজ ও সিটি কলেজ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 20 November, 2024
সিটি কলেজকে সরিয়ে নেয়াসহ ৯ দফা দাবি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 20 November, 2024
ঐক্যের ডাক দিলেন হাসনাত
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 20 November, 2024
শিক্ষার্থীর মৃত্যুতে জাবি ব্লকেড
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 20 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up