Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ‘চুরি যাওয়া অর্থ ফেরত পাঠানো কঠিন, তবে অসম্ভব নয়’ ■ নতুন কর্মসূচি ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ■ যে সুখবর পাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলাররা ■ প্রাথমিকের তৃতীয় ধাপের ফল প্রকাশ ■ জাপা কার্যালয়ে যেতে রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা ■ রিজার্ভ বাড়ছে, ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি ■ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, আগুন
এবার বাণিজ্য মেলার স্টল বরাদ্দ অনলাইনে
Published : Thursday, 31 October, 2024 at 7:39 PM

পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশ দ্বার

পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশ দ্বার

রাজধানীর পূর্বাচলে শুরু হতে যাচ্ছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে মাসব্যাপী অনুষ্ঠেয় এই মেলার বিভিন্ন ধরনের স্টল, প্যাভিলিয়ন ও রেস্তোরাঁ বরাদ্দ এবার অনলাইনে হবে।

বুধবার(৩০ অক্টোবর ) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। এ কাজের জন্য ইপিবি নতুন সফটওয়্যার তৈরি করেছে।

সফটওয়্যারটি ব্যবহার করে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিতে ইচ্ছুক স্থানীয় প্রতিষ্ঠানগুলো তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির স্পেস বরাদ্দের জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

আবেদনকারী প্রতিষ্ঠানগুলোকে মেলার স্পেস বরাদ্দ নিতে উদ্ধৃত দর, মূল্য, মাশুল ইত্যাদি সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে জমা করতে হবে।

এ উপলক্ষে ইপিবি ও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মধ্যে বুধবার চুক্তি হয়েছে। ইপিবির পক্ষে চুক্তিতে সই করেন সংস্থাটির সচিব বিবেক সরকার, যিনি ডিআইটিএফেরও পরিচালক। সোনালী ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে ইপিবির ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাশ উপস্থিত ছিলেন।

ইপিবি বলেছে, সফটওয়্যারটি চালু হওয়ার ফলে মেলায় অংশগ্রহণপ্রত্যাশী প্রতিষ্ঠানের উদ্যোক্তারা ঘরে বসেই আবেদন করতে পারবেন।

পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হতে যাওয়া এই মেলায় দেশি-বিদেশি উৎপাদক-রপ্তানিকারক প্রতিষ্ঠানসহ সাধারণ ব্যবসাপ্রতিষ্ঠানকে প্রায় ৩৫০টি বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দ দেয়া হবে। দেশীয় পণ্যের প্রচার–প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তা দেয়াসহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে ১৯৯৫ সাল থেকে এই মেলার আয়োজন করে আসছে ইপিবি।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ডিজেল-কেরোসিনের দাম কমলো
নিজস্ব প্রতিবেদক
Thursday, 31 October, 2024
এবার বাণিজ্য মেলার স্টল বরাদ্দ অনলাইনে
নিজস্ব প্রতিবেদক
Thursday, 31 October, 2024
বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না
দেশ সংবাদ ডেস্ক
Wednesday, 30 October, 2024
চালের আমদানি শুল্ক মওকুফের সুপারিশ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 29 October, 2024
দেশের জিডিপি প্রবৃদ্ধির হার কমেছে
নিজস্ব প্রতিবেদক
Monday, 28 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up