Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ‘চুরি যাওয়া অর্থ ফেরত পাঠানো কঠিন, তবে অসম্ভব নয়’ ■ নতুন কর্মসূচি ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ■ যে সুখবর পাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলাররা ■ প্রাথমিকের তৃতীয় ধাপের ফল প্রকাশ ■ জাপা কার্যালয়ে যেতে রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা ■ রিজার্ভ বাড়ছে, ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি ■ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, আগুন
তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খারিজ
Published : Thursday, 31 October, 2024 at 3:24 PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

নয় বছর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ চার জনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলার খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ বিষয়ে আবদুস সালামের করা আবেদনের শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

মামলা থেকে খালাস পাওয়া বাকিরা হলেন- একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম, সাবেক প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী খান ও জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারওয়ার।

তারেক রহমানের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ, কায়সার কামালসহ আরও কয়েকজন আইনজীবী।

২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপি নেতা তারেক রহমানের 'মিথ্যা, বানোয়াট ও উস্কানিমূলক' বক্তব্য প্রচারের অভিযোগে তারেক রহমান, সালামসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি করা হয়।

একই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে হাইকোর্ট এ মামলার বিচারিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন এবং মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

রিটকারীর আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, রাষ্ট্রদ্রোহের কোনো উপাদান না থাকায় হাইকোর্ট মামলার কার্যক্রম বাতিল করেছেন।

একই দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি নাশকতার মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

মামলাটি বাতিল চেয়ে ২০১৭ সালে খালেদা জিয়ার করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেয়া হয়। ২০১৫ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন চলাকালে ঢাকার দারুস সালাম থানায় এ মামলা দায়ের করা হয়।

গতকাল বুধবার হাইকোর্টের একই বেঞ্চ খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ১১টি ফৌজদারি মামলা খারিজ করেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 31 October, 2024
খালেদা জিয়ার নাশকতার ১০ মামলা বাতিল
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 30 October, 2024
সারজিস-হাসনাতের রিট প্রত্যাহার
আদালত প্রতিবেদক
Tuesday, 29 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up