Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রোগী খরায় ক্ষতিগ্রস্ত কলকাতার হাসপাতাল ■ খুবি শিক্ষার্থীদের মারধর, ধাওয়া-পাল্টা-ধাওয়া ■ তারা মনে করছে ঠান্ডা হয়ে গেছি, আমি ঠান্ডা হই নাই ■ নির্বাচনী রোডম্যাপ পেলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না ■ দেশ, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক ■ দু-এক দিনের মধ্যে সুখবর আসছে ■ সংলাপে যেসব বিষয়ে কথা হয়েছে, জানালেন আসিফ নজরুল
পুলিশ পরিচয়ে এক্সপ্রেসওয়েতে ডাকাতিতে গ্রেপ্তার ৬
Published : Thursday, 31 October, 2024 at 8:33 AM

পুলিশ পরিচয়ে এক্সপ্রেসওয়েতে ডাকাতিতে গ্রেপ্তার ৬

পুলিশ পরিচয়ে এক্সপ্রেসওয়েতে ডাকাতিতে গ্রেপ্তার ৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের সার্ভিস লেনে একটি তেলের গাড়িতে ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জের মেসার্স সামছু ফিলিং স্টেশনের সামনে থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে আরো দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তখন তাদের কাছ থেকে ডাকাতি করা তেলবাহী ট্রাক ও ১৪ ব্যারেল পাম তেল উদ্ধার করে পুলিশ। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েস গাড়ি, একটি ওয়াকি-টকি ও একটি কাঠের লাঠি জব্দ করা হয়।

বুধবার (৩০ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শ্রীনগর থানা পুলিশ জানায়, গত ২২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া যাত্রী ছাউনির পাশে ১৯ লাখ টাকা মূল্যের ৬০ ব্যারেল পাম তেলসহ একটি ট্রাককে হায়েস গাড়ি দিয়ে ব্যারিকেট দিয়ে ওয়াকি-টকি দেখিয়ে থামতে বলে। 

গাড়ির চালক খোরশেদ আলম ট্রাকটি থামালে ডাকাত দলের সদস্যরা নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে চালক শ্রীনগর থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে অভিযানে নামে পুলিশ। ২ দফায় ছয়জনকে গ্রেপ্তার  করে ও লুণ্ঠিত ট্রাক ও ১৪ ব্যারেল তেল উদ্ধার করে। 

গেপ্তারকৃত হলেন- নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার পেচিয়া গ্রামের জহুরুল হকের ছেলে মো. কামরুজ্জামান (৪১), বরগুনা জেলার তালতলী উপজেলার নিজড়ার চর এলাকার হযরত আলীর পুত্র চান মিয়া (৫৪), নরসিংদী জেলার পাড়াতলী এলাকার শহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩৪), কুমিল্লা জেলার মেঘনা উপজেলার শেখের গাঁও এলাকার হাবিবুর রহমানের ছেলে আজিজুল ইসলাম(৩২), কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া এলাকার আব্দুর রহমানের ছেলে মোস্তফা কামাল (৪৯), কুমিল্লা জেলার হোমনা উপজেলার কামাল মিয়ার ছেলে রাজু মিয়া (৪১)। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। 

শ্রীনগর থানার ওসি মো. ইয়াসিন মুন্সী জানান, গ্রেপ্তাকৃতদের বুধবার মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
মহাসড়কে মিলল তরুণীর গুলিবিদ্ধ লাশ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
Saturday, 30 November, 2024
শাহজালালে ১২ কেজি সোনার বারসহ যাত্রী আটক
নিজস্ব প্রতিবেদক
Saturday, 30 November, 2024
চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাংক হিসাব জব্দ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 28 November, 2024
চিন্ময়কাণ্ডে পুলিশের তিন মামলা, আসামি ১৪৭৬
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 27 November, 2024
আইনজীবী সাইফুল হত্যায় গ্রেপ্তার ২৭
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 27 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up