Published : Wednesday, 30 October, 2024 at 10:41 PM
চলতি সপ্তাহে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ৩৫ জনের বেশি সদস্য নিহত হয়েছেন সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায়। এমনটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
বুধবার ইরাক ও সিরিয়ায় জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সম্প্রতি মার্কিন ও স্থানীয় নিরাপত্তা বাহিনী ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে আসছে। একসময় উভয় দেশের বিস্তীর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছিল ইসলামিক স্টেট-সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলো।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ‘‘সিরিয়ার মরুভূমিতে আইএসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে একাধিক অবস্থানে হামলা চালানো হয়েছে।
গত সোমবারের এই হামলায় কোনও বেসামরিক হতাহতের ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে সেন্টকম। বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার সমগ্র অঞ্চল ও এর বাইরে বেসামরিক নাগরিকদের পাশাপাশি মার্কিন মিত্র ও তার অংশীদারদের বিরুদ্ধে আইএসের হামলার পরিকল্পনা, সংগঠিত হওয়া ও হামলার সক্ষমতাকে ব্যাহত করেছে ওই হামলা।
আইএসের বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর প্রায় ৯০০ সেনা রয়েছে। জোটটি ২০১৪ সালে ইরাক এবং সিরিয়ার বিস্তীর্ণ অংশ দখলকারী আইএসআইএসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। পরে মার্কিন বাহিনী পর্যায়ক্রমে সিরিয়ায় আইএসআইএস-কে লক্ষ্য করে হামলা চালায়। এক পর্যায়ে নিজেদের দখলে থাকা অঞ্চলটির ক্ষমতা হারায় সংগঠনটি।