Published : Wednesday, 30 October, 2024 at 10:07 AM
ক্ষমতার পালাবদলে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদ্যস্যদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় এবার সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান।
আব্দুস শহীদ একাধিক মামলার আসামি, তবে সুনির্দিষ্ট কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বলেননি ওসি।
মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজনীতিবিদ। শেখ হাসিনার সবশেষ মন্ত্রিসভায় কৃষিমন্ত্রীর দায়িত্ব পান ছয়বারের সাবেক এই সংসদ সদস্য ও সাবেক হুইপ।
গণ আন্দোলনের মুখে ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিন দিন পর সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।
আব্দুস শহীদ ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে জয়ী হন। এরপর ২০০৮ সালের নবম থেকে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চারবার মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এর আগে আব্দুস শহীদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।