Published : Tuesday, 29 October, 2024 at 9:16 PM, Update: 29.10.2024 9:19:31 PM
দেশজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৩১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা একদিনে ভর্তি হওয়া সর্বোচ্চ রোগীর সংখ্যা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮৬ জনে। তাদের মধ্যে ১৩৩ জন পুরুষ ও ১৫৩ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৪২০ জন।
এছাড়া চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত ১২৩ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। তাছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ৫৯ হাজার ৪২০ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশী।
এদিকে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৯৫০ জন, বাকি ২ হাজার ৬৬ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।