গণঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের আড়াই মাসের মাথায় পদ ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সময়ে দায়িত্ব পাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনার।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুদকের চেয়ারম্যান মুহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহ, কমিশনার আছিয়া খাতুন ও কমিশনার জহুরুল হক ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
সূত্রটি জানায়, দুপুর সোয়া দুইটার দিকে দুদকের প্রধান কার্যালয় থেকে পুরো কমিশন অফিস ত্যাগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে মইনুউদ্দীন আব্দুল্লাহ বলেন, কিছুক্ষণ আগে পদত্যাগ করেছি। কিছুক্ষণ আগে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছি।
“কেন পদত্যাগ করেছেন জানতে চাইলে তিনি বলেন, আমি জানি না। পরে কথা বলব। এর পরই ফোন কেটে দেন তিনি। বেলা ২টা ১০ মিনিটে পুরো কমিশন অফিস ত্যাগ করেন।
দুদক আইন অনুযায়ী, কমিশন নিজ পথ থেকে পদত্যাগ করতে হলে অন্তত এক মাস আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেয়ার বিধান রয়েছে। তাদের অব্যাহতি দেয়ার ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর। সূত্রের খবর, রাষ্ট্রপতির কাছে তাদের পদত্যাগপত্র পাঠানো হয়েছে।
২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নিয়োগের গেজেটে সই করেন। তিনি ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। তিনি এর আগে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন।