মোহাম্মদপুরে অভিযান: কিশোর গ্যাংয়ের ১১ সদস্য গ্রেপ্তার
Published : Monday, 28 October, 2024 at 10:49 AM
রাজধানীর মোহাম্মদপুরের হাউজিংগুলোতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি রোধে দুই আগে মোহাম্মদপুরের হাউজিংগুলোতে অস্থায়ী ক্যাম্প বসিয়েছে সেনাবাহিনী।
রোববার ক্যাম্প বসিয়ে ঐ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক কাজ করছেন সেনাসদস্যরা।
এছাড়াও শেখেরটেক এলাকা থেকে ধারালো অস্ত্রসহ এক তরুণী ও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি মোহাম্মদপুর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসীসহ কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বেড়ে যায়। সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের সংবাদে স্বস্তি বোধ করছেন বাসিন্দারা।
দেশসংবাদ/এএসএম