Published : Monday, 28 October, 2024 at 10:21 AM, Update: 28.10.2024 10:26:13 AM
সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার চূড়ান্ত ধাপে এখন বাংলাদেশ দল। রোববার (২৭ অক্টোবর) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। ফাইনালে লাল-সবুজদের প্রতিপক্ষ নেপাল।
রোববার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ভারত-নেপাল দ্বিতীয় সেমিফাইনালটি ছিল নাটকীয় ও উত্তেজনায় ঠাসা। স্টেডিয়ামের গ্যালারিভর্তি দর্শকের চিৎকার আর আক্রমণ ও প্রতি আক্রমণে পুরোটা সময়ই আগুন ছড়িয়েছে এই ম্যাচ।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর সরাসরি টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচ। টাইব্রেকারে নেপালের সাবিত্রা ভান্ডারি, গীতা রানী, সাবিতা রানা মাগার ও অমিশা কারকি গোল বল পাঠান। ভারতের হয়ে লক্ষ্যভেদ করেন মনীষা ও কারিশমা সিরভোইকর। শেষ পর্যন্ত নেপাল ১ (৪)–(২) ১ ভারত ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নেপাল।
অনেক নাটকের পর শেষ পর্যন্ত ভারতকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে নেপালের মেয়েরা। ৩০ অক্টোবর সাফের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিক নেপাল।