পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ পেয়েছেন কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
রোববার (২৭ অক্টোবর) রাতে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তার বর্তমান পদমর্যাদার সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। এই নিয়োগ জনস্বার্থে জারি করা হয়েছে এবং প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক যে কোনো সময় বাতিল করা যেতে পারে।
নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর ড. হেমায়েত জাহান বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো বৈষম্য থাকবে না, বিশ্ববিদ্যালয় হবে সবার। সততা ও স্বচ্ছতার সঙ্গে আমরা সামনে এগিয়ে যেতে চাই। সবার প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় হবে বিশ্বমানের।
গত ৬ আগস্ট থেকে প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।