মোহাম্মদপুর ও আশপাশে গত কয়েকদিনে ডাকাতি ও চাঁদাবাজির ঘটনায় ২৭টি কিশোর গ্যাংয়ের ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে এখন পর্যন্ত ১৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর তাদের ঢাকা উদ্যান ও আশপাশের এলাকা থেকে আটক করার পর সেনাবাহিনীর বছিলা ক্যাম্পে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের বছিলা এলাকায় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে একটি সুপার শপ ও মোবাইল ব্যাংকিংয়ের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
বছিলা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর বারী জানান, সম্প্রতি মোহাম্মদপুরে মিনি সুপার শপে ছিনতাইয়ের ঘটনায় কিশোর গ্যাংয়ের ২ জনকে এবং ঢাকা উদ্যান ও বছিলায় ছিনতাই ডাকাতির সঙ্গে জড়িতদের আটক করা হয়েছে। অভিযান চলমান আছে, অভিযান শেষে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
র্যাব-২ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ইতোমধ্যে মিনি সুপার শপে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার প্রধান আসামি মো. আসলাম ওরফে রুবেল ওরফে আলমকে (৩২) আটক করা হয়েছে। শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।