Published : Saturday, 26 October, 2024 at 11:22 PM
২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়ে সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়। পাশfপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বাতিল করা হয়।
শেখ হাসিনা ভারতে পালানোর পর ১৯ আগস্ট পঞ্চদশ সংশোধনী নিয়ে প্রশ্ন ওঠে হাইকোর্টে। এ বিষয়ে চূড়ান্ত শুনানি হবে আগামী ৩০ অক্টোবর।
এদিকে, সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলে আইনি লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছে বিএনপি। এ সপ্তাহেই হাইকোর্টে আবেদন করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্যদিকে, জামায়াতে ইসলামীও পঞ্চদশ সংশোধনী বাতিলে হাইকোর্টে আইনি লড়াই করবে। তবে আগে ত্রয়োদশ সংশোধনীর রিভিউ শুনানি নাকি পঞ্চদশ সংশোধনী নিয়ে লড়াই- এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি কোনো দলই।
শনিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বিএনপি মহাসচিব দেশের বাইরে থাকায় আমরা হাইকোর্টে আবেদন করতে পারিনি। দুই-একদিনে মধ্যেই আবেদন করবো।