Published : Saturday, 26 October, 2024 at 10:59 PM
প্রথমবার বাফুফে সভাপতি পদে নির্বাচন করতে এসে বিপুল ভোটে জিতেছেন তাবিথ আউয়াল। জিতেই শোনালেন ফুটবলের উন্নয়নে নিজের নানা লক্ষ্যের কথা।
নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ও চার সহ-সভাপতিকে পাশে রেখে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তাবিথ আউয়াল বলেছেন, ‘বিগত জুন-জুলাই এবং আগস্ট মাসে বিপ্লবী ছাত্র-জনতার অবদানে মুক্ত বাংলাদেশে আজকে আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আর মিডিয়ার মাধ্যমে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমর্থকদের। ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের, আমাদের আজকে নতুনভাবে নির্বাচিত করার জন্য।
তিনি আরো বলেন, আপনারা সবাই জানেন প্রতিটি মুহূর্তে ফুটবল ফেডারেশনের দায়িত্ব হলো বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেয়া। তাই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিগত কমিটিকে তারা যে অবদান রেখেছেন। তবে আজ থেকে আমরা জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা পূরণ করার উদ্দেশ্য নিয়ে দ্বায়িত্ব পালন শুরু করছি।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ধন্যবাদ দিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘আমরা বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, একজন তরুণ ক্রীড়াপ্রেমিক আমাদের বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। ওনার দিক নিদের্শনা ও সাহসে আমরা এরকম একটা ভালো মুক্ত পরিবেশে নির্বাচন করে আগামী দিনের ফুটবলকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’