ইরানে ইসরায়েলের হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাজধানী তেহরান, খুজিস্তান ও ইলাম প্রদেশের বিভিন্ন স্থাপনায় ইসরায়েল যে হামলা চালিয়েছে তা মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে। তবে তারপরও কিছু ক্ষেত্রে সামান্য ক্ষতি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। সূত্র : আল জাজিরা
ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, তেহরান ও আশপাশের অধিবাসীরা বিস্ফোরণের যেসব শব্দ শুনতে পেয়েছেন সেগুলো ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হয়ে ওঠার শব্দ এবং তেহরানের কোনো লক্ষ্যবস্তুতে বড় ধরনের কোনো আঘাত হানার খবর সঠিক নয়।
ইরানের একটি সূত্র বার্তা সংস্থা তাসনিমকে বলেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী, ইরান ইসরায়েলি আগ্রাসনের জবাব দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। ইরান নিজের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দেয়ার অধিকার সংরক্ষণ করে। নিঃসন্দেহে ইসরায়েল যেকোনো হামলার যথোপযুক্ত জবাব পাবে।
ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের রাজধানী তেহরান ও নিকটবর্তী কারাজ শহরে ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় ‘প্রতিশোধমূলক হামলা’ চালিয়েছে।
হামলায় ইসরায়েলি যুদ্ধবিমান, জ্বালানি সরবরাহকারী বিমান ও গোয়েন্দা বিমান অংশ নিয়েছে বলে দাবি করেছে তেল আবিব। তবে তেহরান বলেছে, ইরানের আকাশসীমার বাইরে থেকে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
রাজধানী তেহরানের অধিবাসীরা স্থানীয় সময় শনিবার ভোর রাত ২টার দিকে এই নগরীর আশপাশে বিকট শব্দ শুনতে পেয়েছেন। ইরানের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এসব শব্দ ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হওয়ার শব্দ এবং এই ব্যবস্থা সফলতার সঙ্গে কাজ করেছে।