হজের ব্যয় কমানোর পাশপাশি এই মাসে হজের প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আরো বলেন, আমরা কতটা কমিয়েছি। এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হজ নিয়ে সৌদির সঙ্গে মিলিয়ে আমাদের ব্যবস্থাপনা করতে হয়। এজন্য ৩০ তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।