Published : Wednesday, 23 October, 2024 at 11:59 PM, Update: 24.10.2024 12:25:42 AM
শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তাকে ক্ষমতাচ্যুত করেছে বাংলাদেশের ছাত্রজনতা বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
তিনি আরো বলেন শেখ হাসিনা নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেননি, এটা আমাদের সবার কাছে স্পষ্ট। তার পতন হয়েছে।’
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজিত গণঅভ্যুত্থানের সরকার প্রত্যাশা ও প্রাপ্তি মুক্ত আলোচনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের জুলাই আন্দোলনটা ছিল ৩৬ দিনের। ৩৬ দিনে আওয়ামী সরকারের পতন হয়েছে। সন্ত্রাসী আওয়ামী লীগের জন্ম এখন নয়। এক এগারোর সময় থেকেই মূলত বিরাজনীতিকরণ শুরু হয়। সেখান থেকেই আওয়ামী ফ্যাসিবাদের শুরু হয়। সেই সময় তারা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সংসদে আসে। সংবিধান পরিবর্তন করে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা চালাতে থাকে।’
জুলাই আন্দোলন মূলত মর্যাদার লড়াই উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের যখন রাজাকার, বাচ্চা রাজাকার বলা হলো তখন সেটা বাংলাদেশের শিক্ষার্থীদের আত্মমর্যাদায় লেগেছে। তখন সেটা আমাদের মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে।’