Published : Wednesday, 23 October, 2024 at 11:48 PM
ছাত্রলীগকে নিষিদ্ধ করার ঘোষণায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছেন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে সংবাদ প্রকাশ হওয়ার পরই শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে শিক্ষার্থীরা আনন্দ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে আবার হলে এসে মিছিল শেষ করেন।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল: ‘এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো’, ‘সন্ত্রাসী লীগ নিষিদ্ধ হলো’, ‘ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত হলো’।
সাবেক ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক নুরুল্লাহকে উদ্দেশ্য করেও ব্যঙ্গাত্মক স্লোগান শোনা যায়,‘বাবুর গালে গালে, জুতা মারো তালে তালে’, ‘হৈ হৈ রৈ রৈ, নুরুল্লাহ গেলি কই’।