Published : Wednesday, 23 October, 2024 at 8:33 AM
জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) মাধ্যমে বাংলাদেশকে ৩.৩ মিলিয়ন (৩৩ লাখ) ডলার সহায়তা দেবে জাপান। মূলত রোহিঙ্গা নারী ও মেয়েদের পাশাপাশি আশ্রয়দাতা সম্প্রদায়ের ক্ষমতায়নের কারণে এটি পাচ্ছে বাংলাদেশ।
এর মধ্যে জাপান ও ইউএনএফপিএ মধ্যে একটি চুক্তি হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ জাপান দূতাবাস।
দূতাবাস সূত্র জানায়, ইউএনএফপিএ ও জাপান সরকার রোহিঙ্গা শরণার্থী নারী ও মেয়েদের পাশাপাশি বাংলাদেশে স্থানীয় সম্প্রদায়ের ক্ষমতায়নে এক যুগান্তকারী অংশীদারত্ব ঘোষণা করেছে। রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সংকট ৭ বছরেরও বেশি সময় ধরে দীর্ঘস্থায়ী একটি সুরক্ষা সংকট, যা উল্লেখযোগ্যভাবে রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় সম্প্রদায় উভয়ের জীবন, নিরাপত্তা ও মঙ্গলকে প্রভাবিত করে।
জাপান সরকার নারী ও মেয়েদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধ শক্তিশালী করার জন্য ইউএনএফপিএ-এর প্রচেষ্টাকে সমর্থন করছে। এ লক্ষ্যে ৩.৩ মিলিয়ন (৩৩ লাখ) মার্কিন ডলার সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।