সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর থেকেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে উঠেছে নানা মহলে। এবার তার পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ সদস্যদের মারধর ও তাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গভবনের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আন্দোলকারীরা এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে ঢোকার চেষ্টা করলে সেনাবাহিনী ও পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলে আন্দোলকারীদের একটি অংশ পুলিশের ওপর হামলা করে।
এ সময় বেশকয়েকজন পুলিশ সদস্যকে মারধর করা হয়। এক পর্যায়ে পুলিশের ভ্যানের ওপরও হামলা চালানো হয়। এতে ভ্যানে থাকা পুলিশ সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন।
এদিকে হামলার মুখে কয়েকজন পুলিশ সদস্য অস্ত্র ফেলে চলে যান। পরে অস্ত্রগুলো উদ্ধার করে সেনাবাহিনী।