Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ এবার বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে লোকসভায় প্রস্তাব ■ দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি ■ ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়ালো ■ চিন্ময়ের জামিন শুনানি নিয়ে যা বললো ভারতীয় সংবাদমাধ্যম ■ সবার সঙ্গে বসছেন ড. ইউনূস, লক্ষ্য জাতীয় ঐক্য ■ একটি ইস্যু দিয়ে দুই দেশের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না ■ আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সেবা বন্ধ
ভয়ঙ্কর রূপে ডেঙ্গু, একদিনে আরও ৭ মৃত্যু
Published : Tuesday, 22 October, 2024 at 8:20 PM

 ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি

ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি

দেশজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। এডিস মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে, আগামী মাসে ডেঙ্গু আরও ভয়াবহ রূপ নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেলো  ২৪ ঘন্টায় সাতজনের প্রাণ গেছে, এ সময়ে নতুন আক্রান্ত ১ হাজার ১৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ডেঙ্গুতে চলতি বছর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৭ জনে। আর হাসপাতালে ভর্তির রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৫৮ জন।

মঙ্গলবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে  পাঁচজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।

এ ছাড়া বরিশাল বিভাগে একজন, ঢাকা বিভাগে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন এবং খুলনা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে দুইজনের।

এক দিনে হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪১৭ জন, ঢাকা বিভাগে ২৪৭ জন, ময়মনসিংহে ৩৯ জন, চট্টগ্রামে ১৭৭ জন, খুলনায় ১২১ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ১৬ জন, বরিশাল বিভাগে ৮৮ জন এবং সিলেট বিভাগে চারজন ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৮৩৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৮২৯ জন; আর ২ হাজার ৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৩০ হাজার ২৬ জন ঢাকার বাইরের। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হন ২২ হাজার ৩২ জন।

চলতি অক্টোবর মাসের প্রথম ২২ দিনে ২১ হাজার ১২০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে ৯৬ জনের। চলতি বছর এক মাসে ডেঙ্গুতে এটাই সর্বোচ্চ ভর্তি ও মৃত্যুর চিত্র।

এর আগে জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হন ৩১১ জন; যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসে ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে আটজনের।

জুলাই মাসে ২ হাজার ৬৬৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন, তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়। অগাস্টে ৬ হাজার ৫২১ জন হাসপাতালে ভর্তি হন, এর মধ্যে ২৭ জনের মৃত্যু হয়। আর সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হন ১৮ হাজার ৯৭ জন, মৃত্যু হয়েছে ৮০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়ালো
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 3 December, 2024
‘গুরুত্ব না দেয়ায় ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে’
নিজস্ব প্রতিবেদক
Monday, 2 December, 2024
এক সপ্তাহে ডেঙ্গুতে ৪৭ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Friday, 29 November, 2024
ডেঙ্গু কাড়লো আরও ১০ প্রাণ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 26 November, 2024
ডেঙ্গুতে আরো দুই জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Monday, 25 November, 2024
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 24 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up