দেশজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। এডিস মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে, আগামী মাসে ডেঙ্গু আরও ভয়াবহ রূপ নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘন্টায় সাতজনের প্রাণ গেছে, এ সময়ে নতুন আক্রান্ত ১ হাজার ১৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ডেঙ্গুতে চলতি বছর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৭ জনে। আর হাসপাতালে ভর্তির রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৫৮ জন।
মঙ্গলবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।
এ ছাড়া বরিশাল বিভাগে একজন, ঢাকা বিভাগে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন এবং খুলনা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে দুইজনের।
এক দিনে হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪১৭ জন, ঢাকা বিভাগে ২৪৭ জন, ময়মনসিংহে ৩৯ জন, চট্টগ্রামে ১৭৭ জন, খুলনায় ১২১ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ১৬ জন, বরিশাল বিভাগে ৮৮ জন এবং সিলেট বিভাগে চারজন ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৮৩৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৮২৯ জন; আর ২ হাজার ৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৩০ হাজার ২৬ জন ঢাকার বাইরের। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হন ২২ হাজার ৩২ জন।
চলতি অক্টোবর মাসের প্রথম ২২ দিনে ২১ হাজার ১২০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে ৯৬ জনের। চলতি বছর এক মাসে ডেঙ্গুতে এটাই সর্বোচ্চ ভর্তি ও মৃত্যুর চিত্র।
এর আগে জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হন ৩১১ জন; যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসে ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে আটজনের।
জুলাই মাসে ২ হাজার ৬৬৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন, তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়। অগাস্টে ৬ হাজার ৫২১ জন হাসপাতালে ভর্তি হন, এর মধ্যে ২৭ জনের মৃত্যু হয়। আর সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হন ১৮ হাজার ৯৭ জন, মৃত্যু হয়েছে ৮০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।