সিলেটের হরিপুরে পুরোনো গ্যাসকূপ (সিলেট-৭) সংস্কার করতে গিয়ে নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এ কূপ থেকে প্রতিদিন অন্তত ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান।
তিনি জানান, সিলেট ৭ নম্বর গ্যাসকূপে ওয়ার্কওভারের কাজ চলছে। এ কাজ শুরু হয় এ বছরের জুলাই মাসে। এর মধ্যে ২টি জোনে পরীক্ষা হয়েছে। ২ হাজার ১০ মিটার গভীরতায় একটা টেস্ট করা হয়েছে। এ মাসের ১৪ তারিখে টেস্টটি করা হয়। আজকে আরেকটি জোনে প্রায় ১২০০ মিটার গভীরতায় অনুসন্ধান চালানো হয়। এতে ৮ মিলিয়ন গ্যাসের সন্ধান পাওয়া গেছে।