Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক ■ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন ■ ভয়ঙ্কর রূপে ডেঙ্গু, একদিনে আরও ৭ মৃত্যু ■ সিলেটের মিললো ৮ মিলিয়ন গ্যাসের সন্ধান ■ সেন্টমার্টিন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত ■ সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর জামিন ■ ৭ ইসরায়েলি গ্রেপ্তার, অভিযোগ ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি!
খুলনায় হাসিবুর হত্যায় ২১ জনের যাবজ্জীবন
Published : Tuesday, 22 October, 2024 at 5:10 PM

খুলনায় হাসিবুর হত্যায় ২১ জনের যাবজ্জীবন

খুলনায় হাসিবুর হত্যায় ২১ জনের যাবজ্জীবন

খুলনার খালিশপুর হাজী মুহাম্মদ মহসিন কলেজের আলোচিত ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান নিয়াজ হত্যা মামলায় ২১ জনের আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন বিচারক।

মঙ্গলবার (২২ অক্টোবর) খুলনা নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক আ. ছালাম এ রায় ঘোষণা করেন। রায় প্রদানকালে ১৬ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রোমানা তানহা রায়ের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, সৈকত, মো. মেহেদী হাসান রাব্বি, রওশন আনিজি অন্তু‘, মো. সাজ্জাত হোসেন, ইমদাদুল ইসলাম হৃদয়, মো. আরিফ ওরফে চোরা আরিফ, মো. মুন্না, রফিকুল হাসান শাওন ওরফে আতাং বাবু, মো. সাইফুল, মো. মোস্তাক আহমেদ, মিঠাই হৃদয়, মো. ফাহিম ওরফে কালা ফাহিম, রুবেল, মো. মিজানুর রহমান, সবুজ, মো. ফয়েজুর রহমান আরাফাত, তুষার আশিকুর রহমান মোল্লা, রাব্বি ওরফে নাটা রাব্বি, ইয়াছির রাব্বি ওরফে জুয়েল ওরফে নাটা জুয়েল, সাকিব শেখ ও নাঈমুর রহমান ফাহিম। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. তুষার, রায়হান, রুনু হাওলাদার, নাইম বাবু ওরফে পয়েন্ট বাবু ও সালমান বেকসুর খালাস পেয়েছেন।  

উল্লেখ্য, ২০২০ সালের ১৯ আগস্ট হাজী মুহাম্মাদ মুহাসীন কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র হাসিবুর রহমান অভিযুক্তরা ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ সময় হাসিবুরের বন্ধু জোবায়ের ও রানাও গুরুতর আহত হন। এছাড়া বিভিন্ন সময় অভিযুক্তরা নিহতের বাবাকে হুমকি দিয়ে আসছিল। এক পর্যায়ে তিনি জীবন রক্ষার জন্য খুলনা ত্যাগ করেন।
 
পুলিশ ঘটনাটি তদন্ত শেষে ২০২০ সালের ৩০ নভেম্বর ২৬ জনকে আসামি করে খালিশপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক মিজানুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

নিহত হাসিবুর রহমান হাসিবের পিতা হাবিবুর রহমান মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আমরা অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছিলাম। ওরা আমাদের জীবন শেষ করে দিয়েছে। আসামিদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

দেশসংবাদ/এমএইচ/এমএটি


আপনার মতামত দিন
খুলনায় হাসিবুর হত্যায় ২১ জনের যাবজ্জীবন
খুলনা প্রতিনিধি
Tuesday, 22 October, 2024
কুষ্টিয়ায় লালনের স্মরণোৎসব অনুষ্ঠিত
কুষ্টিয়া প্রতিনিধি
Saturday, 19 October, 2024
নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত
খুলনা প্রতিনিধি
Tuesday, 10 September, 2024
এমপি আনার হত্যায় ১২০০ পৃষ্ঠার চার্জশিট
ঝিনাইদহ প্রতিনিধি
Monday, 19 August, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up