বগুড়ায় আলাল পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিড লিমিটেড নামের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ঘটেছে। পরে সেখানে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ৪ ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে।
আলাল পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিড লিমিটেডের সিনিয়র ব্যবস্থাপক মামুনুর রশীদ জানান, প্রতিষ্ঠানের কাঁচামালের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রতিষ্ঠানের গোডাউনে থাকা ফিড তৈরির ৩১৭০ টন সোয়ামিন, ২০৯৫ টন ভুট্টা ও ৯৫৫ মেট্রিক টন সিজিএন পুড়ে ভস্মীভূত হয়।
তিনি আরো জানান, আগুনে তাদের প্রতিষ্ঠানের কাঁচামাল ও মেশিনারিজ পুড়ে প্রায় ৪৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা খন্দকার আব্দুল জলিল বলেন, সোমবার দিনগত রাত রাত ১২টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ আমরা পাই। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে কেউ হতাহত হয়নি।